Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিসটি সাতক্ষীরা সদর উপজেলার সম্মুখে অবস্থিত। ০১/০১/১৯৭৩ইং তারিখ থেকে অত্র জেলায় কায©ক্রম শুরু হয়েছে। অফিসটি পাট ও পাট পণ্য ব্যবসার লাইসেন্স প্রদান এবং অনিয়মতান্ত্রিক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূব©ক রাজস্ব আদায় করা হয়। ১৯৬২ সালের পাট অধ্যাদেশ এবং ১৯৬৪ সালের পাট বিধিমালা মোতাবেক পাট ব্যবসার নিয়ন্ত্রণ ও অনিমতান্ত্রিক কায©কলাপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে।

       অত্র অফিস হইতে ৮ (আট) প্রকার পাট ব্যবসার লাইসেন্স মঞ্জুরী ও নাবায়ন করা হয়। লাইসেন্স গুলি যথাক্রমে: (১) ডিলার অব জুট (২) ডিলার অব জুট স্টোরস্ (৩) কাচ্চা বেলার (৪) ওনার অব কাচ্চা প্রেস (৫) ডিলার অব জুট ম্যানুফ্যাক্চারস©(৬)জুট কাপে©ট (৭) জুট লেসেনেটিং ও (৮) আড়ৎদার। ইহা ছাড়া ব্যবসায় অনিয়ম যেমন: ভিজা পাট ক্রয় ও বক্রয়। লাইসেন্স ব্যতিত পাট ও পাট পণ্য ক্রয় বিক্রয়। অনুমতি ব্যতিত পাট গুদামজাত করা ইত্যাদির বিরুদ্ধে অডিনেস মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হয়।