বত©মানে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন ও বাজার জাতকরণ ও উন্নত পদ্ধতিতে পাট পচানো নামে একটি প্রকল্প পরিচালিত আছে। এ প্রকল্পের আওতায় ইউনিয়ন ভিত্তিক চাষীদের দেশীয় বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ, পাটের পঁচন, বাজারজাত করণ ইত্যাদি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। গুরুত্বপূণ©জেলা উপজেলায় বত©মানে উক্ত প্রকল্পের কাজ চলছে। বত©মানে সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলায় এই প্রকল্পের কাজ চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS